ঘাটাল মাস্টারপ্ল্যান! কলকাতা অভিযানে ডেপুটেশন

বৃষ্টি হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ঘাটালে। এদিকে বন্যা মোকাবিলার পদক্ষেপ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি। ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা নিয়ে কেন্দ্র বনাম রাজ্য বাকযুদ্ধ চলছে।

author-image
Pallabi Sanyal
New Update
bgd

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিমবঙ্গের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও সেচ দপ্তরের নিকট ডেপুটেশনের ডাক দিয়ে আগামী ১২ অক্টোবর কলকাতা অভিযানকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে সাংবাদিক সম্মেলন করল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। জানা যায়, ফি বছর বর্ষায় বন্যায় প্লাবিত হয় ঘাটাল সহ দাসপুর কেশপুর, সবং, ডেবরার বিস্তীর্ণ এলাকা, গৃহবন্দি হয়ে পড়ে লক্ষ লক্ষ মানুষ। বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা। বানভাসি মানুষদের বন্যা থেকে বাঁচাতে ১৯৮২ সালে ঘাটাল মাস্টারপ্ল্যানের শিলান্যাস করেন তৎকালীন বামফ্রন্টের সেচমন্ত্রী প্রভাস রায়। কয়েক দশক কেটে গেলেও এখনো মাস্টারপ্ল্যানের কোন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। কেন্দ্র ও রাজ্যের পক্ষ থেকে মাস্টারপ্ল্যানের জন্য কোন অর্থ বরাদ্দ না করায় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি নানানভাবে পথে নামে এবং প্রতিবাদ জানায়। ঘাটাল মাস্টারপ্লানের টাকা বরাদ্দ করে, দ্রুত কাজ শুরু করার দাবি তুলে আগামী ১২ অক্টোবর কলকাতা অভিযানের ডাক দিয়েছে ঘাটাল মাস্টার কমিটি। সেই অভিযানকে সামনে রেখে সাংবাদিক সম্মেলন করল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।