নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের তমলুকের নাইকুড়ি ব্লকের অনন্তপুর ২নং গ্রাম পঞ্চায়েতের রাজনগর বাহারজলা গ্রাম। সেই গ্রামের বাসিন্দা সেখ জেইনুদ্দিন। দীর্ঘদিন ত্রিপল ঘেরা ছোট্ট বাড়ির মধ্যে বসবাস তাঁর পরিবারের। ব্লক থেকে শুরু করে জেলা শাসক দপ্তর পর্যন্ত লিখিত আবেদন করেছিলেন আবাস যোজনার বাড়ির জন্য। কিন্তু তাঁকে বারে বারে বঞ্চিত করা হয়েছে এই সংখ্যালঘু পরিবারকে। কারন একটাই জেইনুদ্দিন এর পরিবার বিজেপি করে, আর এই বিজেপি করার অপরাধে তাঁদের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এমনকি তাঁদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা দাবি করা হয় আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার জন্য, তাতে এই পরিবার রাজি না হওয়ায় তাঁদের নাম কেটে দেওয়া হয়েছে আবাস যোজনার তালিকা থেকে।
বর্তমানে সার্ভে হলেও তালিকায় নাম নেই তাঁদের এমনটাই অভিযোগ ওই পরিবারের। বৃদ্ধ অসুস্থ বাবা, স্ত্রী সন্তানদের নিয়ে ওই কুঁড়ে ঘরেই আশ্রয় তাঁদের। উল্লেখ্য, ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে সেখ জেইনুদ্দিন এর স্ত্রী রোহিমা বিবি বিজেপির প্রার্থী হয়ে শাসকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও কয়েকটা ভোটে পরাজিত হয়েছিলেন তিনি, তারপর তাঁকে হেনস্থার শীকার হতে হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত তাঁদের পরিবারকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ। ঝড় বৃষ্টি বন্যায় জলের ওপরেই ওই বাড়িতে বসবাস করতে হয়েছে তাঁদের, ইতিমধ্যেই শীত পড়তে শুরু করেছে, কনকনে শীতে ওই একই বাড়িতে তাঁদের থাকতে হবে না কি দিন বদলাবে সেটাই দেখার বিষয়।