নিজস্ব সংবাদদাতাঃ জেলা জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ নদীয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবংব সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াস। চারদিক কুয়াশার চাদরে ঢুকে গেছে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/onecms/images/uploaded-images/2022/08/20/ca0f1d72d5f01b57efe82be0e240d352166096635182051_original.jpg?impolicy=abp_cdn&imwidth=320)
সূত্র মারফত জানা গিয়েছে যে এই আবহে নদিয়া-বর্ধমান সংযোগকারী নৃসিংহপুর ঘাটে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল ফেরি চলাচল। যার ফলে সমস্যায় রয়েছেন সাধারণ নিত্য যাত্রীরা।
/anm-bengali/media/post_attachments/d8beb6ea-778.png)