নিজস্ব সংবাদদাতাঃ শীতের আগেই দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর সংক্রমণ। সূত্র মারফত জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭৭ ছাড়িয়েছে। বাংলাতেও ডেঙ্গুর প্রভাব বেড়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংখ্যাটা প্রায় ৫৬০। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গি জানিয়েছেন যে, সব রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি রয়েছে তারা।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ঘাটাল, দাসপুরে ডেঙ্গির বাড়বাড়ন্ত সবচেয়ে বেশি। উল্লেখ্য, পুরসভা ও পঞ্চায়েত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তাও দেওয়া হয়েছে।