ডেঙ্গু, এবার সচেতনতায় বিডিও

সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় মাইতি হ্যাচারিতে গিয়ে শ্রম দিবসে ডেঙ্গু নিয়ে মালিকপক্ষকে সচেতন করলেন বিডিও।

author-image
Aniket
New Update
sg

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম: সাঁকরাইল ব্লকে মাইতি হ্যাচারিতে শ্রম দান দিবসে গিয়ে ডেঙ্গু নিয়ে মালিক পক্ষকে সচেতন করলেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ তাপস মাহাত সহ ব্লকের অন্যান্যরা। তিনি ওই হ্যাচারিতে গিয়ে সমস্ত কিছু ঘুরে দেখেন। হ্যাচারি সংলগ্ন এলাকার পরিবেশ ঠিক রয়েছে কিনা তাও তিনি খতিয়ে দেখেন। সেই সঙ্গে তিনি মালিকপক্ষকে জানান যাতে হ্যাচারির চারপাশে কোন নোংরা আবর্জনা জমে না থাকে সেদিকে নজর রাখতে হবে এবং ডেঙ্গু নিয়ে হ্যাচারিতে কর্মরত শ্রমিকদের সচেতন করতে হবে। ব্লক প্রশাসন সমস্ত রকমের সহযোগিতা করবে। তাই তিনি মালিকপক্ষকে ডেঙ্গু নিয়ে রবিবার সচেতন করেন। হ্যাচারি কর্তৃপক্ষ বিডিওকে জানান তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। যাতে কোথাও কোনো নোংরা আবর্জনা জমে না থাকে সেদিকেও নজর রাখবে এবং ডেঙ্গু নিয়ে শ্রমিকদের পাশাপাশি এলাকার মানুষজনদের সচেতন করবে।