ডেঙ্গু! তৎপর মহকুমা শাসক ও দুর্গাপুর নগর নিগম

ডেঙ্গুর চোখ রাঙানি! আতঙ্কে সাধারণ মানুষ। পুরসভার পক্ষ থেকে চলছে কীটনাশক স্প্রে থেকে সচেতনতা প্রচার। পিছিয়ে নেই দুর্গাপুর।

author-image
Pallabi Sanyal
New Update
zxczsx

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর : কলকাতায় ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। ইতিমধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। তারই মধ্যে দুর্গাপুরের সিটি সেন্টারে প্রায় ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত। দুর্গাপুর সাব ডিভিশনে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন।আজ মঙ্গলবার সকালে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মন্ডলীর সদস্যা রাখি তিওয়াড়ি সহ নগর নিগমের কর্মীদের নিয়ে সিটি সেন্টার লাগোয়া কবিগুরু এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতনতার প্রচার করেন। ডেঙ্গু প্রতিকারে জন্য স্প্রে ও করা এলাকায়। আগামীদিনে এই ধরনের প্রচার চলবে বলেও জানান।