নিজস্ব সংবাদদাতাঃ এবার ডেঙ্গি আক্রান্ত ডাক্তারি ছাত্রের মৃত্যু ঘিরে তুমুল হইচই। মৃত্যু হল এসএসকেএম হাসপাতালের অর্থোপেডিকের স্নাতকোত্তরের পড়ুয়া অনিমেষ মাখির। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন অনিমেষ। এসএসকেএমেই চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। আজ সকালে মৃ্ত্যু হয় তাঁর। শরীরে রক্তক্ষরণ হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে খবর। আজ সকালেই তিন বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অনিমেষের। সিপিআর করেও কিছু করা যায়নি বলে খবর।