এই ভাবে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে চাষিরা ধান চাষের ক্ষেত্রে উপকৃত হবেন বলে জানানো হয়। খুব অল্প সময়ের মধ্যে বিঘের পর বিঘে জমিতে কীটনাশক দ্রুত স্পে করে দেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে৷
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ডেবরা (Debra) ব্লকের আষাঢ়ীতে ডেবরা কৃষি দফতরের সহযোগিতায় একটি ধান চাষের জমির ওপর ড্রোনের (Drone) মাধ্যমে কীটনাশক (pesticides) প্রয়োগের ডেমো দেখানো হল।যেখানে উপস্থিত ছিলেন ডেবরা ব্লকের কৃষি আধিকারিক শতরুপা আচার্য্য (Shaturpa Acharya), কৃষি কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জি (Vivekananda Mukherjee) সহ এলাকার কৃষকরা (farmers)। এই ভাবে কীটনাশক প্রয়োগের ক্ষেত্রে চাষিরা ধান চাষের ক্ষেত্রে উপকৃত হবেন বলে জানানো হয়। খুব অল্প সময়ের মধ্যে বিঘের পর বিঘে জমিতে কীটনাশক দ্রুত স্প্রে করে দেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে৷