প্রচণ্ড গরমে পাম্প বন্ধ করে বিক্ষোভ!

প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ট্যাপ লাগানো হবে। কিন্তু তা হয়নি৷ তাই অনির্দিষ্টকালের জন্য সজলধারার পাম্প বন্ধ করে পোস্টার লাগালো গ্রামের পরগনা মহলের মানুষজন।তাদের দাবি, দ্রুত প্রত্যেক বাড়িতে পানীয় জলের ট্যাপ না হলে এই সজলধারার পাম্প বন্ধ থাকবে৷

author-image
Pallabi Sanyal
New Update
সজলধারা বন্ধ করে বিক্ষোভ

সজলধারা বন্ধ করে বিক্ষোভ

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বাড়ি বাড়ি জলের ট্যাপ না দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য সজলধারা  (SAJALDHARA)বন্ধ করে পোস্টার (poster) লাগালো গ্রামের মাঝি পরগনা মহল (Majhi Pargana Mahal)। অভিযোগ আসলে বিষয়টি দেখবেন বলে দাবি উপপ্রধানের। ঘটনায় শোরগোল ডেবরায় (Debra)। গ্রামের প্রত্যেকটি বাড়িতে সার্ভে হয়েছিল। প্রত্যেকের বাড়িতে পানীয় জলের ট্যাপ লাগানো হবে। কিন্তু তা হয়নি৷ তাই অনির্দিষ্টকালের জন্য সজলধারার পাম্প বন্ধ করে পোস্টার লাগালো গ্রামের পরগনা মহলের মানুষজন।তাদের দাবি, দ্রুত প্রত্যেক বাড়িতে পানীয়  জলের ট্যাপ না হলে এই সজলধারার পাম্প বন্ধ থাকবে৷ আর এই ঘটনায় রিতীমতো শোরগোল পড়লো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা অঞ্চলের গুরুগঞ্জ এলাকায়৷ আর এই ঘটনায় উক্ত অঞ্চলের উপপ্রধান প্রশান্ত মাইতি জানান, ''এই সময় পানীয় জলের প্রয়োজন।সজলধারা বন্ধ করা ওনাদের উচিত হয়নি৷এ বিষয়ে আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি।যদি পাই অবশ্যই বিষয়টি দেখবো৷''