নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ মালদার মানিকচকে গত ১৮ জুলাই বিদ্যুৎ গ্রাহকদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তাতে কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। স্থানীয়দের অভিযোগ মানিকচক এলাকায় এক মাস ধরে লোডশেডিং চলছিল। বিদ্যুৎ দপ্তরে আবেদন জানিও কোন সুরাহা হয়নি। ফলে বিদ্যুৎ দপ্তরে গ্রাহকরা ধর্নায় বসেছিলেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, পুলিশ তাদের হটিয়ে দেয় বলে অভিযোগ। পরের দিন তারা রাস্তা অবরোধ করেন। বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ালেও রাজ্য সরকার ও বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ পরিষেবা দিতে চূড়ান্ত ব্যর্থ। সেই অবরোধকে ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। পুলিশের গুলিতে অবরোধকারীদের মৃত্যু হয় বলে অভিযোগ। যদিও আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি পুলিশ কর্তাদের। ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)।
শনিবার মেদিনীপুর রেল স্টেশন থেকে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায় সমিতির সদস্যরা। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য অশোক ঘোষ, মেদিনীপুর শহর সম্পাদক সুশান্ত সাহু, জেলা নেতা লক্ষ্মীকান্ত দাস প্রমুখ। তারা দাবি তোলে, বিদ্যুতের মাসুল কমিয়ে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার। গুলি চালানোর সঙ্গে যুক্ত দোষীদের কঠোর শাস্তি, গুলিবিদ্ধ ও আহত গ্রামবাসীদের চিকিৎসা এবং উপযুক্ত ক্ষতিপূরণের। পাশাপাশি গ্রেপ্তার করা গ্রামবাসীদের নিঃশর্তে মুক্তি দিতে হবে।