ক্যাশ অন ডেলিভারির টাকা গায়েব! চোর আসলে ড্রাইভার! সিসিটিভি দিল প্রমাণ

চুরি করে সিসিটিভি ক্যামেরা ভেঙেও হলো না শেষ রক্ষা। সিসিটিভির ফুটেজ দেখেই চুরির টাকা সমেত ধরা পড়ল অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীই।

author-image
Anusmita Bhattacharya
New Update
Cover (9)

হরি ঘোষ, দুর্গাপুর: জাতীয় সড়কের এক পাশে ফরিদপুর পুলিশ ফাঁড়ি, আর এক পাশে অনলাইন ডেলিভারি সংস্থার অফিস। জানা ছিল ক্যাশ অন ডেলিভারির টাকা থাকে সংস্থার অফিসেই। সেদিনেও আড়াই লক্ষ টাকা রাখা হয়েছিল। পরদিন ব্যাংকে জমা দেওয়ার জন্য অফিসের ক্যাশ বাক্স খুলতেই মাথায় হাত কর্মীদের। সুযোগ বুঝে সেই রাতেই ডেলিভারি সংস্থার অফিসের দরজা ভেঙে, ক্যাশ বাক্স ভেঙে আড়াই লক্ষ টাকা পকেটে ভরে সিসিটিভি ক্যামেরা ভেঙে পালিয়ে গেল চোর। চলতি মাসের ১৯ তারিখ রাতের ঘটনা। ২০ তারিখ সকালে খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়ে যায় চাঞ্চল্য।

চুরি করেছে ডেলিভারি সংস্থার গাড়ির চালক রাজু বাউরি। সেই ফুটেজে চোরকে দেখতেই চোখ কপালে ওঠে অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীদের। দুর্গাপুর থানায় দায়ের করা হয় অভিযোগ। তদন্তের ভিত্তিতে ২০ তারিখ রাতেই দুর্গাপুরের নাগার্জুন এলাকা থেকে রাজু বাউরিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় নগদ আড়াই লক্ষ টাকাও। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে।

 

Add 1

স

স্ব

স