নিজস্ব সংবাদদাতা: দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেছেন, "আমরা চেয়েছিলাম নির্বাচিত সরকার থেকে যে কেউ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করুক।
কৈলাশ গেহলট, গোপাল রাই বা অতীশী হোক না কেন তাতে কিছু যায় আসে না।
আমরা মনে করি যে আমরা স্বাধীনতা পেয়েছি যাতে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারে, ভাইসরয়ের মতো জনগণের উপর চাপিয়ে দেওয়া নয়।"
#WATCH | Delhi Minister Saurabh Bharadwaj says, "We wanted anyone from the chosen government to hoist the National Flag on Independence Day. It doesn't matter whether it is Kailash Gehlot, Gopal Rai, or Atishi. We are of the opinion that we got independence so that elected… pic.twitter.com/kqgPAS21AF