মালদায় পাকুয়াহাটে দুই নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছিল। চোর সন্দেহে মারধর করা হয় বলে জানা যায়। ঘটনায় বিস্তর জলঘোলা হয়েছে। তোলপাড় চলেছে রাজ্য রাজনীতিতে। এবার মালদায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল।
নিজস্ব প্রতিনিধি, মালদা: দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে মঙ্গলবার মালদায় এল জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। বন্দে ভারত ট্রেনে করে আজ সকাল সাড়ে দশটা নাগাদ মালদায় এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের তিনজনের প্রতিনিধি দল। এরপর তারা সোজা চলে আসেন মালদা সার্কিট হাউসে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর মানিকচকের উদ্দেশ্যে রওনা হন তারা। মালদার মানিকচকের দুই নির্যাতিতার সাথে দেখা করবেন তারা। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা জানান, এই বিষয়ে এখনই তিনি কিছু বলবেন না। মালদা ২ নির্যাতিত মহিলার সাথে দেখা করতে আজ মালদায় এসেছেন তারা। যেভাবে তাদের বিবস্ত্র করে মারধর করা হয়েছে, খুব লজ্জাজনক ঘটনা। এই দুই নির্যাতিতা মহিলার সাথে দেখা করার পর পুলিশ সুপারের সাথেও দেখা করবেন তারা।