নিরস্ত্র শিক্ষকদের এত ভয় পাচ্ছে পুলিশ! কার্যত দুর্গে পরিণত করা হল বিকাশ ভবনকে
মানুষ প্রাতরাশ করতে যত সময় নেয়, ততক্ষণে আপনারা শত্রুপক্ষকে খতম করে দেন! ভুজে বিস্ফোরক প্রতিরক্ষা মন্ত্রী
ত্রালে গ্রামবাসীদের পণবন্দি করে রেখেছিল জঙ্গিরা! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানাল সেনাবাহিনীরা
কাশ্মীর পুলিশের ‘মিশন ক্লিয়ারেন্স, ৪৮ ঘণ্টায় ছয় জঙ্গি নিকেশ করে দৃষ্টান্ত স্থাপন
জাতিসংঘের স্বীকৃতি! বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি ভারতেরই
এটা আমাদের লড়াইয়ের প্রাথমিক জয়! কী বললেন ডিএ আন্দোলনকারী
অবশেষে সরকারি কর্মচারিদের জন্য সুখবর! রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের
‘অপারেশন সিঁদুর’-এর জেরে প্রতিরক্ষা বাজেটে বাড়তি ৫০,০০০ কোটি টাকার ভাবনা
ভারত-পাক সংঘর্ষবিরতি জারি ১৮ মে পর্যন্ত, হটলাইনে বৈঠকে সিদ্ধান্ত

মেদিনীপুর কলেজের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রী প্রাপকরা পেলেন গোল্ড ও সিলভার মেডেল

কতজনকে দেওয়া হল মেডেল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-26 at 7.23.24 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: নির্দিষ্ট সময় ও কর্মসূচি অনুযায়ী ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেদিনীপুর অটোনোমাস কলেজে। এই সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দীপক কুমার কর, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডঃ পবিত্র সরকার, গর্ভনিং বডি মেম্বার অভিজিৎ চক্রবর্তী, দীপক রঞ্জন মন্ডল, গোপাল বেরা, প্রবীর কুমার চক্রবর্তী, তনুশ্রী পাল প্রমুখ। 

medal1

পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন মেদিনীপুর কলেজ দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক সত্য রঞ্জন ঘোষ। এদিন মোট ২১৪৪ জন রেজিস্ট্রিকৃত ছাত্র ছাত্রীর মধ্যে ৭৩ জন গোল্ড মেডেল পান এবং ৬৯ জন সিলভার মেডেল পান। এই পড়ুয়ারা এই কলেজের ২০২৩-২৪ সালের উত্তীর্ণ ছাত্র-ছাত্রী। এদিন তাদের একে একে মেডেল তুলে দেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর। তবে এই সমাবর্তন অনুষ্ঠানে দেখা যায় পড়ুয়াদের মধ্যে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা ছিল বেশি। আর্ট-সায়েন্স সহ কম্পিউটার সায়েন্সের পড়ুয়াদের হাতেও এই মেডেল তুলে দেওয়া হল। বিশিষ্ট অতিথিদের হাত থেকে এই মেডেল পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়ারা। বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অতিথিরা এই মেদিনীপুর কলেজের ১৫০ বছরের ঐতিহ্য বর্ণনা করেন ও সেই সঙ্গে তুলে ধরেন এই কলেজে পড়াশোনা করে যাওয়া বিপ্লবীদের জীবনী।