নিজস্ব সংবাদদাতা: ফের শিরোনামে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Paragana)। দিনকয়েক আগে বজবজের (Budge Budge) বোমাবাজিতে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এবার জীবনতলা থেকে উদ্ধার ১৯০ রাউন্ড গুলি। ঘটনার তদন্তে নেমেছে এসটিএফ। স্ক্যানারে বিবাদী বাগের অস্ত্রের দোকান। এসটিএফ সূত্রের খবর, বন্দুকের দোকানের রেজিস্টারে প্রচুর গরমিল পেয়েছে তদন্তকারী দল। স্টকের সঙ্গে মিলছে না রেজিস্টার। বৈধ বন্দুকের দোকান থেকে দুষ্কৃতীদের হাতে পৌঁছে যেত কার্তুজ। ঘটনায় গ্রেফতার দোকানের কর্মী-সহ গ্রেফতার ৪। গতকাল অর্ডন্যান্স ফ্যাক্টরিতে তৈরিতে ১৯০ রাউন্ড কার্তুজ উদ্ধার।