নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর রাউতোড়া গ্রামে খাবারের খোঁজে একটি হরিণ ঢুকে পড়ে। পরে গ্রামবাসীরা ওই হরিণটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন।
স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা যায়, শনিবার বেলা বারোটার দিকে গোয়ালতোড় বনাঞ্চলের বনকাটার জঙ্গল থেকে দুটি হরিণ খাবারের খোঁজে বেরিয়ে প্রথমে বনকাটা গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা হরিণ দুটি তাড়িয়ে জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা পাশের রাউতোড়া গ্রামে ঢুকে পড়ে।
এখানে গ্রামবাসীরা একটি হরিণকে ধরে ফেললেও অপরটি দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার করা হরিণটিকে গ্রামবাসীরা গোয়ালতোড় বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা গিয়ে সেটি উদ্ধার করে। শারীরিক পরীক্ষা শেষে হরিণটিকে নিরাপদে বনে ছেড়ে দেওয়া হয়। বনদপ্তর জানায়, পালিয়ে যাওয়া হরিণটির খোঁজ চলছে এবং দ্রুত তা সুস্থ অবস্থায় জঙ্গলে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।