নিজস্ব সংবাদদাতা : ব্যস্ত যানজট পূর্ণ এলাকায় বিশাল গর্ত! তাও আবার যে সে জায়গায় নয়, খোদ বাঁকড়া মোড়ে। এয়ারপোর্টের কাছে। সম্প্রতি এয়ারপোর্ট স্টশনের লুক শেয়ার করে কাঠামোর কাজ শেষ হওয়ার খবর জানিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার জানা গেল বিরাট এক দক্ষযজ্ঞের কথা। বাঁকড়া মোড়ে গর্ত খুঁড়ে পিলার নির্মাণ হয়েছে। এগোল নোয়াপাড়া-বারাসত (ভায়া বিমানবন্দর) মেট্রোর কাজ।
১২ নম্বর জাতীয় সড়কের কাছে বাঁকড়া মোড়ে চলছে মেট্রোর ঢালাইয়ের কাজ। সেই কাজের স্বার্থেই প্রাথমিকভাবে ৩৫ মিটারের হাইড্রোলিক রিগ ব্যবহার করে ৫৫ মিটারের গর্ত খোঁড়া হয়েছিল। শুধু তাই নয়, ৪৪ কিউবিক মিটার কনক্রিট ব্যবহার করে ৫৫ মিটার লম্বা এবং ১.২ মিটার চওড়া স্তম্ভও নির্মাণ করা হয়েছে। গর্ত খোঁড়া কাজ শুরু হয়েছিল ১৮ জুলাই সকাল ১০টায়। কাজ চলেছে ১৯ জুলাই সকাল ১০টা পর্যন্ত। ব্যস্ত রাস্তায় এমন কাজ, পরিস্থিতি প্রতিকূল থাকলেও সম্ভব হয়েছে।