নিজস্ব সংবাদদাতাঃ বাড়ির মধ্যে থেকে বের হচ্ছিল পচা দুর্গন্ধ। প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকতে যা দেখা গেল তা দেখে হতবাক সকলে। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হল স্বামী স্ত্রীর পচাগলা দেহ। যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দাসপুর থানার রানিচক গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গত কয়েকদিন ধরে এক প্রকার লোকচক্ষুর আড়ালে ছিলেন ওই গ্রামের বাসিন্দা শেখর মন্ডল (৬৬) ও তার স্ত্রী শিপ্রা মন্ডল (৬০)। আজ সকাল থেকেই ওই বাড়ির ভেতর থেকে কেমন যেন পচা দুর্গন্ধ বের হয়ে আসতে থাকে। সেই গন্ধ পাড়া প্রতিবেশীদের নাকে পৌঁছতে তারা দাসপুর থানায় খবর দেন।
দুপুরে পুলিশ এসে ওই দুজনের দেহ উদ্ধার করে বলে জানা গেছে। তবে এখনো অবধি মৃত্যুর আসল কারণ জানা যায়নি। আত্মহত্যা বলেই পুলিশের প্রাথমিক অনুমান। পুলিশ জানিয়েছে দেহ জোড়ার ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব।