নিজস্ব সংবাদদাতা: এই সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ্যের শিল্পায়নের বিষয়। এ ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকায় ৩৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় গোয়ালতোড় এ এই জমি ৯৯ বছরের জন্য লিজে দেওয়া হয়েছে। এই জমি কেবলমাত্র শিল্পের জন্যই ব্যবহার করা যাবে। সদ্যসমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যে প্রস্তাব রাজ্য সরকারের কাছে এসেছে, সেই প্রস্তাবগুলি বাস্তবায়িত করতেই এই জমিটি লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এমনটাই জানান পশ্চিম মেদিনীপুরের জেলা শাষক খুরশিদ আলি কাদরি। তবে এই এলাকার মানুষের অভিযোগ, 'শিল্প তো হবে হবে শুনছি কিন্তু বাস্তবে হচ্ছে আর কোথায়! শেষে দেখা যাবে চাষও হচ্ছে না আর শিল্পও হচ্ছে না। দীর্ঘদিন ধরে একই কথা শুনে আসছি তেমন কোন আশার আলো দেখতে পাচ্ছি না।'