নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় নাবালিকার বিয়ে রুখলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ৪ নং খানামোহান গ্রাম পঞ্চায়েতের কুলডিহা এলাকার। কুলডিহা এলাকার এক যুবকের সাথে ওই অঞ্চলেরই গোবিন্দপুর এলাকার এক নাবালিকার বিয়ের খবর আসে শান্তি টুডুর কাছে।
তারপরেই তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ছেলের বাড়িতে হাজির হন। তার পরিবারের সঙ্গে কথা বলেন। জানান, ছেলে মেয়েরা প্রাপ্ত বয়স্ক না হলে তাদের বিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি একজন মেয়ের পড়াশুনা থেকে বিয়ের সমস্ত কিছুর দায়িত্ব নিচ্ছে সরকার। এতে চিন্তার কী আছে! তারপরেই তিনি ওই নাবালিকাকে তার বাপের বাড়ি পাঠিয় দেন। নাবালিকার পরিবার জানান, তাদের মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই তারপর তারা বিয়ে দেবেন।