কন্যাশ্রী দিবসেই নয়া নজির গড়ল ডেবরার নাবালিকা

নয়া নজির।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আজ রাজ্যে কন্যাশ্রী দিবস। আর আজকের দিনেই নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করলো ডেবরার এক নাবালিকা।

সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ ডেবরা ব্লকের তুড়িয়া গ্রামের এক নাবালিকার সঙ্গে কোলাঘাট থানার কাঞ্চনাচক এলাকার এক যুবকের সঙ্গে আজ বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। সেই মতো ছেলের বাড়িতে প্যান্ডেল রেডি ছিল, বাড়ি ভর্তি আত্মীয় স্বজনের ভিড়। বাড়ির লোক জোর করে বিয়ে দিচ্ছিল ওই নাবালিকার।

ভারতের বাল্যবিবাহের উত্স | ডিজিবলিটজ

তবে সেই নাবালিকা গোপনে ফোন করেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টূডুকে। দ্রুততার সঙ্গে ওই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া ভাবে সতর্ক করা হয় নাবালিকার পরিবারকে। মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত কোনো বিয়ে নয়। নাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে কন্যাশ্রী দিবসের দিন এহেন পদক্ষেপের জন্য জেলা থেকে ওই নাবালিকাকে পুরস্কৃত করা হবে বলেও জানা গিয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, নাবালিকা ওই মেয়েটি বর্তমানে ডেবরা কলেজে প্রথম বর্ষে পড়াশুনা করছে। 

Adddd