নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টি। আর তাতেই খালের বাঁধ ভেঙে জল চাষের জমিতে ঢুকছে। জলমগ্ন একরের পর একর চাষের জমি। তাই দ্রুততার সঙ্গে সেই বাঁধ বাঁধার কাজ শুরু করলো প্রশাসন।
গত বারের বন্যায় ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। আর এই বার ঘূর্নিঝড় ডানার প্রভাবে সেই খালের বাঁধ দিয়েই জল লোকালক ও ধানের জমিতে যাচ্ছে।
তাই আজ দ্রুততার সঙ্গে যেটুকু বাঁধ বাঁধার কাজ বাকী আছে তা করা হচ্ছে। আর সেই কাজ পরিদর্শন করতে উপস্থিত হন ডেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর ও ৮ নং গোলগ্রাম অঞ্চলের উপপ্রধান কৌশিক গাঙ্গুলী সহ অনান্যরা। এই বাঁধ বাঁধার কাজ দ্রুত শেষ হলে চাষের জমি গুলিতে আর জল ঢুকতে পারবে না।