ডেবরার তিলাপাটনা পিকনিক স্পটে বরাদ্দ হল ১৮ লক্ষ টাকা, জানালেন খোদ মহকুমাশাসক

তিলাপাটনা পিকনিক স্পটের জন্য বরাদ্দ হল ১৮ লক্ষ টাকা। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-17 at 19.11.04

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তিলাপাটনা পিকনিক স্পট। কাঁসাই নদী দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার পর একটি দ্বীপ তৈরি হয়েছে। সেই দ্বীপেই বছরের পর বছর ধরে পিকনিক করে আসে বহু মানুষ। 

মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই তিন মাসে হাজার পর্যটক আসে পিকনিক করতে। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এই পিকনিক স্পটের হাল বেহাল। পানীয় জলের সমস্যা থেকে শৌচালয়, বসার সেড কিছুই নেই। দীর্ঘ কয়েক বছর পর টনক নড়ল প্রশাসনের। অবশেষে  তিলাপাটনা পিকনিক স্পটের জন্য বরাদ্দ হল ১৮ লক্ষ টাকা। 

778yyjjko

আজ খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও একটি সাংবাদিক বৈঠক করে জানান, ডেবরার তিলাপাটনা পিকনিক স্পটের জন্য ১৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ওই টাকা বেহাল পিকনিক স্পটের কাজে লাগানো হবে। আর এই খবরে খুশি এলাকাবাসী থেকে পর্যটকেরা প্রত্যেকে। তারা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।