নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি কর্মীকে প্রশ্ন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরের

শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা ভোট। আজ নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি কর্মীকে প্রশ্ন করলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
coasswver.jpg

নিজস্ব সংবাদদাতাঃ শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে গিয়ে প্রকাশ্যে এক বিজেপি কর্মীকে প্রশ্ন করলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। যদিও তিনি এই প্রশ্ন করার যুক্তি দিয়েছেন। তিনি প্রশ্ন করেছেন, বিজেপি কী করেছে? গরীব মানুষের টাকা আটকে দিয়েছে বলে? একশো দিনের কাজ আটকেছে,ঘর আটকেছে,রাস্তা ঘাটের টাকা আটকেছে বলে? আমফান ইয়াসের টাকা আটকেছে বলে? সেই জন্য বিজেপি করছেন?

lkllpq4.jpg

তিনি বলেছেন,রাজনীতি করার জন্য প্রত্যেকের ব্যাক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু বিজেপিতে মানুষ কেন যোগদান করছে। যেখানে রাজ্যকে বিভিন্ন ভাবে বঞ্চিত করছে, টাকা আটকে রেখেছে বাংলায়, সেই জন্যই কী উনি বিজেপি করছেন। আমি ওনাকে বলছি আপনি যখন বিজেপি করছেন তাহলে রাজ্যের মানুষের টাকা গুলো দেওয়ার জন্য আপনাদের নেতাদের বলুন। এরাজ্যে যা দিচ্ছে সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে। এমনকি ওনার পরিবারও লক্ষীর ভান্ডার পাচ্ছে।

WhatsApp Image 2024-05-11 at 8.47.44 AM.jpeg

আর এই নিয়ে বিজেপির ওই অঞ্চলের মন্ডল সভাপতি গোপাল রাও বলেন,আপনারা আগে হিসেব দিন কেন্দ্রকে, চাকরী দেওয়ার নামে লোকেদের কাছে আপনাদের নেতারা যে টাকা নিয়েছে সেগুলি ফেরত দিন।ভূয়ো জবকার্ড,বড়লোকদের আবাসের তালিকায় নাম। সমস্ত কিছু ঠিক করে কেন্দ্রকে আপনারা হিসাব দিন তারপর এই কথা বলবেন।।”

Add 1