ডেবরার নিঁখোজ হওয়া পড়ুয়াকে মেচেদা থেকে উদ্ধার করলো আরপিএফ

বর্তমানে বাড়ি ফিরে আসতে স্বস্তিতে তার পরিবার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: গতকাল দুপুরে বাড়িতে বকাবকি করার জন্য একটি ট্রলি ব্যাগ ভর্তি বই খাতা জামা কাপড় নিয়ে পালিয়ে গিয়েছিল ডেবরা ব্লকের হরিমতী হাইস্কুলের এক পড়ুয়া। নাম অদ্রিজা মাইতি। তার বাড়ি ডেবরার গোপালপুর এলাকায়। পরিবারের লোকজন ডেবরা থানায় খবর দেয় এবং রেলকেও জানায়। 

WhatsApp Image 2025-02-20 at 09.06.57

তারপর গতকাল রাতে মেছেদা এলাকায় ওই যুবতীকে দেখা যায়। তারপর বাড়িতে ফোন আসে। বাড়ির লোক গিয়ে আর পি এফের কাছ থেকে নিজের মেয়েকে নিয়ে আসে। ওই যুবতী ডেবরা হরিমতী হাইস্কুলের দ্বাদশ শ্রেনীর ১ নং রোলের পড়ুয়া। এই বছর উচ্চ মাধ্যমিক দেবে। মায়ের একটু বকুনিতেই রেগে বাড়ি ছেড়েছিল অদ্রিজা মাইতি। বর্তমানে বাড়ি ফিরে আসতে স্বস্তিতে তার পরিবার।