ডেবরায় পুলিশি অভিযানে উদ্ধার মিনি পিক আপ ভ্যান রহস্য! গ্রেফতার দুই

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় একাধিক চুরির পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল দুই চোর। কি কি উদ্ধার হল? জানুন!

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : বাইরে থেকে মিনি পিক আপ ভ্যানে ডেবরায় একাধিক বার চুরি, তবে এবারে আর রেহাই হোলো না, চুরি করে এসে পুলিশের জালে দুই, উদ্ধার মিনি পিক আপ ভ্যান।

publive-image

এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বিভিন্ন এলাকার চুরি করেছে৷ তবে চতুর্থ বারের বেরা আর রেহাই হোলো না। চুরি করতে এসে পুলিশের জালে দুই চোর। বৃহস্পতিবার মধ্যরাতে ডেবরার আষাড়ী থেকে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় একটি পিক আপ ভ্যান।পুলিশ সূত্রে খবর চুরি করার সময় পিক আপ ভ্যানটিকে যে কোনো হোটেলে পার্কিং করে চুরি করতে যায়। তারপর ওই গাড়ী নিয়ে পালিয়ে যায়। সেই ভাবেই চুরি করতে এসে পুলিশের জালে ধরা পড়ে। গ্রেফতার হওয়া চোরেরা হাওড়া জেলার বাসিন্দা। শুক্রবার দুপুরে অভিযুক্তদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেয়।রিমান্ডে নিয়ে এই চোরেদের সঙ্গে আর কারা যুক্ত,বা কোনো গ্যাং রয়েছে কিনা তার জিজ্ঞাসাবাদ শুরু করবে ডেবরা থানার পুলিশ।