হাইকোর্টের নির্দেশে ডেবরা পূর্ত দফতর শুরু করল বাড়ি ভাঙার কাজ

চারটি দোকান সহ বাড়ি ভাঙার কাজ এদিন শুরু করে ডেবরা পূর্ত দফতর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
r46tui

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাইকোর্টের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় মৌজায় থাকা দোকান ও বাড়ি সরিয়ে দিল ডেবরা পূর্ত দফতর। শনিবার সকাল থেকেই এই একাকায় চারটি দোকান সহ বাড়ি ভাঙার কাজ শুরু হয়। এদিন বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডেবরা পূর্ত বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কৌশিক মণ্ডল বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় হাজির হন। তারপর দোকান সহ বাড়ি গুলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়। উত্তেজনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। দিশেহারা পরিবার গুলি সরকারের কাছে সহযোগিতার আবেদন করেছেন। 

r354yg