নিজস্ব সংবাদদাতা: গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী - রাধামোহনপুর রাজ্য সড়কের পলাশী এলাকায় এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল বেশ কয়েকজনের বিরুদ্ধে। তারপর ওই মহিলা ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ডেবরার বাড়াগড় এলাকা থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/22/5yfKDLOUPO7tUuXw91WE.png)
গতকাল রাতে ওই এলাকায় হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি অভিযুক্তদেরকে রিমান্ডের আবেদন করবে পুলিশ বলেও জানা যাচ্ছে। টি আই প্যারেডের জন্য অভিযুক্তদের পরিচয় গোপন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে।