উৎসবের নামে বন্যপ্রাণী হত্যা! পথে নামল ডেবরা রেঞ্জার

বন্যপ্রাণী হত্যা নিয়ে সচেতনতার বার্তা ডেবরা রেঞ্জার।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ল্কম্নবভ

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ আর কিছুদিন পরেই আদিবাসীদের শিকার উৎসব। জঙ্গলে গিয়ে যাতে কোনো বন্যপ্রাণী হত্যা করা না হয় তার জন্য বিশেষ সচেতনতার বার্তা নিয়ে আজ এলাকায় এলাকায় প্রচার অভিযান চালাল ডেবরা রেঞ্জার। শিকার উৎসবেকে কেন্দ্র করে বহু বন্যপ্রাণী হত্যার ঘটনা সামনে এসেছে। এ বছর যাতে সেই ধরনের কোনো ঘটনা না ঘটে তাই ডেবরা রেঞ্জারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে,পোস্টার লাগিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। জানা গিয়েছে, ডেবরা,সবং,পিংলা এবং খড়গপুর ২ নং ব্লকের বিভিন্ন এলাকায় এই প্রচার অভিযান চলছে। বন্যপ্রাণী হত্যা করলে কী শাস্তি হয় তাও জানানো হচ্ছে মানুষকে।

;,ম্ব

এই বিষয়ে ডেবরা রেঞ্জার দেবাশীষ বিশ্বাস বলেন, "আমরা বেশ কয়েকদিন ধরে বালিচক স্টেশন,ডেবরা টোল,পিংলা,সবং,খড়গপুর ২ নং ব্লকের একাধিক জায়গার মানুষকে সচেতন করছি। শিকারের নামে বন্যপ্রাণী হত্যা আইনত অপরাধ। তারা যেন এটা মাথায় রেখে উৎসব পালন করেন, আমরা বিভিন্ন ভাবে সেটাই মানুষকে বোঝাতে চেয়েছি।" 

Add 1