ডেবরায় চাষীদের মাথায় পড়েছে হাত, জমি সব গিলে খেয়েছে বন্যা

এই এলাকায় এ বারের নদী ভাঁঙনের ফলে বন্যায় সবজি সব নষ্ট হয়ে গিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
fgghnjki

File Picture

নিজস্ব সংবাদদাতা: ডেবরায় বন্যায় ব্যাপক সব্জি ও সব্জি গাছ নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতির মুখে পড়েছেন চাষীরা। তার মধ্যেই ফের নিম্নচাপ চোখ রাঙাচ্ছে। আজ তার জেরে সকালে নামে ভারী ঝড়-বৃষ্টি। আর এই দুর্যোগের প্রভাব শুধু জেলার মানুষদের ওপর নয়, গোটা রাজ্যেই পড়ছে। কেননা বাজারে সব্জির দর আগুন হয়ে গিয়েছে। সমস্যায় পড়েছেন ক্রেতারা। 

এদিকে বন্যা, তার ওপর আমিদানি কম তাই সব্জির দাম বেশী এমনটাই দাবী করছেন বিক্রেতারা।

vegetable2
File Picture

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীর উত্তরের চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সবজি চাষ প্রচুর হয়। এই এলাকার সবজি ঝাড়খন্ড, ওড়িশা, কলকাতার বাজারে যায়৷ তা এখন পুরোপুরি বন্ধ। কারন এই এলাকায় এ বারের নদী ভাঁঙনের ফলে বন্যায় সবজি সব নষ্ট হয়ে গিয়েছে। একটুও বেঁচে নেই। বরবটি, বেগুন, সিম, লঙ্কা, উচ্ছে, কুদরী, ঝিঁঙে সব জলে ডুবে নস্ট হয়ে গিয়েছে৷ তার ক্ষতির মুখে পড়েছে চারটি গ্রাম পঞ্চায়েতের সবজি চাষীরা।

অপরদিকে সবজি নষ্ট হওয়ার কারনে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা, সবং, পিংলা এলাকার সবজি বাজারে বাজার দর আগুন। বাজারে সবজি কিনতে আসলে হাতে ছেঁকা লাগছে ক্রেতাদের।

           

 

Adddd