সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অর্জুনী এলাকায় একটি আয়ুর্বেদ মেডিসিন তৈরীর কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাদের অভিযোগ, 'আজ শ্রমিক দিবস। আজকে কোনো ছুটির নোটিশ নেই। '
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ শ্রমিক দিবসের দিনই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা (Debra) ব্লকের অর্জুনী এলাকায় একটি আয়ুর্বেদ মেডিসিন তৈরীর কারখানার সামনে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। তাদের অভিযোগ, 'আজ শ্রমিক দিবস। আজকে কোনো ছুটির নোটিশ নেই। আর আমাদের জানানোও হয়নি যে আজ ছুটি৷ পাশাপাশি আমাদের বেতনও ঠিকভাবে দেওয়া হয় না। তাই আমরা কারখানার গেটের সামনে বিক্ষোভে বসেছি।' আর এই ঘটনার খবর থানাতে পৌঁছাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় ডেবরা থানার পুলিশ। ঘন্টা দেড়েক পরে মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান। যদিও মালিক পক্ষ জানিয়েছে, 'শ্রমিকদের সমস্ত ধরনের ব্যাবস্থা করা রয়েছে। আজ কয়েকজন ছুটিতে আছে। কিন্তু গ্রামের কিছু লোকজন উদ্দ্যেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।'