নিজস্ব সংবাদদাতা: দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি কেক কেটে জন্মদিন পালন করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। আজ সন্ধ্যায় ডেবরা ওভার ব্রীজের নীচে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া সহ দলীয় কর্মীরা কেক কেটে সাংসদের জন্মদিন পালন করলেন।
ভার্চুয়ালি অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী দেবও ছিলেন তাঁদের সাথে। কর্মীদের শুভেচ্ছাও জানান তিনি। পাশাপাশি এদিন প্রায় ২০০ জন মানুষের হাতে কম্বল ও শীত বস্ত্র তুলে দেওয়া হয় দেবের নাম করেই।