জাতীয় সড়কে মরণ ফাঁদ! আঙুল উঠছে ট্রাফিক পুলিশের দিকে

বার বার দুর্ঘটনা ঘটছে জাতীয় সড়কে! কেন? গতির বলি নাকি পর্যাপ্ত নজরদারির অভাব! এবার পাণ্ডবেশ্বরে ৬০ নম্বর জাতীয় সড়কে রক্তারক্তি। নিশানায় ট্রাফিক পুলিশ। মৃত্যুর দায় কার? ক্ষিপ্ত সাধারণ মানুষ।

author-image
Pallabi Sanyal
New Update
োেো্ৈ্া

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বর : বারবার পাণ্ডবেশ্বর এর ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেছে  বহু মানুষের। পাণ্ডবেশ্বর এর খোট্টা দিহি বিলপাহাড়ি এলাকার রাস্তা যেন মরণ ফাঁদ। দুর্ঘটনা প্রবণ এই রাস্তায় বারবার দুর্ঘটনা ঘটলেও উদাসীন ট্রাফিক পুলিশ। এমনটাই অভিযোগ তুলছেন গ্রামবাসীদের একাংশ।
শুক্রবার সাত সকালে ফের সড়ক দুর্ঘটনা ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর বিলপাহাড়ি মোড় সংলগ্ন এলাকায় । দুর্ঘটনায় গুরুতরভাবে আশঙ্কা জনক ২ জন ও আহত ১ যুবক।
ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার সাত সকালে ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর বিলপাহাড়ি মোড়ে  কাছে একটি বাইক দ্রুত গতিতে পাণ্ডবেশ্বর এর দিক থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিলো ঠিক তখনই রাস্তা পার করছিল এক যুবক , বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হয় ওই পথচারী , এবং  বাইকটি ছিঁটকে পড়ে রোডের এক পাশে। বাইকে তিনজন ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। তিনজনেই গুরুতর আহত হয়েছে। 
দুর্ঘটনায়  সঙ্কটজনক পথচারীর নাম শুভম বাউরী(২২) বীরভূমের ময়না ডালের বাসিন্দা বলে জানা গিয়েছে।শুভম এই এলাকায় একটা জেসিবি হেল্পারের কাজে যুক্ত । বাইকে থাকা  যুবকের নাম কৃষ্ণ শুক্লা  ও বিকি কোল,এরা দুর্গাপুর ফরিদপুর ব্লকের  মামা কুঠি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায়  পাণ্ডবেশ্বর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ । দুর্ঘটনায়  গুরুতর আহতদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতলে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর  । শেষ পর্যন্ত হাসপাতাল সূত্রে জানা যায় দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয় ।