প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কে মরণ ফাঁদ!

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা বেহাল। দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন। হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ সাধারণ মানুষের। পশ্চিম মেদিনীপুরে বাড়ছে ক্ষোভ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ffff

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : দুটি ব্লকের সঙ্গে যোগাযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের বেহাল দশা।রাস্তা জুড়ে রয়েছে বড়ো বড়ো গর্ত। বৃষ্টির জেরে তাতে জমেছে জল।রীতিমতো ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের বেহাল দশা। পিচ রাস্তা একেবারে খানাখন্দে পরিণত হয়েছে।দুটি ব্লকের সঙ্গে যোগাযোগকারী এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কে যেন মৃত্যুর ফাঁদ পাতা রয়েছে।রাস্তায় চলার সময় একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা অনিবার্য।এই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ও ২ নম্বর ব্লকের মানুষজন। এই রাস্তার পাশেই রয়েছে একাধিক স্কুল,পাশাপাশি রয়েছে স্বাস্থ্য কেন্দ্রও। প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজন।ওই রাস্তা বরাবর অ্যাম্বুলেন্স আসতেও ভয় পায়।কারণ অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যেতে হলে যে কোন সময় ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা।একাধিকবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি বলে অভিযোগ সাধারণ মানুষের।দাসপুর থানার বৈকন্ঠপুর বাসস্ট্যান্ড থেকে বড়শিমুলিয়া পর্যন্ত দীর্ঘ ৪ কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের এমনই বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে দাসপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানিয়েছেন,খুব শীঘ্রই রাস্তা মেরামত করা হবে।এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে হয় স্থানীয় বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ হাইস্কুল সহ অন্য স্কুলের পড়ুয়াদের।স্কুল যাওয়ার একমাত্র যাতায়াতের এই রাস্তা বেহাল থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয় পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকাদেরও।সম্প্রতি স্কুলের তরফেও বেহাল এই রাস্তা সারাইয়ের দাবিতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে বলে জানান স্কুলের পরিচালন সমিতির সদস্য কাজল সামন্ত।এখন দেখার কবে এই বেহাল রাস্তার হাল ফেরাতে উদ্যোগী হয় প্রশাসন।