মরণ ফাঁদ! এবার মৃত্যু হাতির

ঝাড়গ্রাম, মেদিনীপুরে হাতির তান্ডবে বাড়ছে ক্ষয়ক্ষতি। হাতির তান্ডব থেকে বাঁচতে বিদ্যুতের তারে ঘেরা হয়েছিল ফসলের জমি। আর সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবার মৃত্যু হল হাতির। ব্যাপক শোরগোল গড়বেতায়।

author-image
Pallabi Sanyal
New Update
xjvdcxjvk

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা : আবারও হাতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ১নম্বর ব্লকের খড়িকাশুলি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর নাগাদ খড়িকাশুলিতে একটি হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় বনদফতরে। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়েছেন বনদফতরের আধিকারিকেরা। তবে স্থানীয়দের অনুমান, ফসল বাঁচাতে কৃষি জমির পাশে বিদ্যুতের তার দেওয়া ছিল, সেই তারের স্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই হাতিটির। পাশাপাশি হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০/১৫ বিঘা জমির ফসল বলে অভিযোগ ক্ষতিগ্রস্থ চাষীদের। প্রসঙ্গত, গত দুদিন আগে ওই এলাকায় প্রবেশ করেছে ৪২/৪৫ টি হাতির একটি দল।