বিস্ফোরণ, শিরোনামে পশ্চিমবঙ্গ! নিহতের সংখ্যা কত? জানালেন হাসপাতালের সুপার

রবিবার সকাল ৮টা নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জের মোছপোল এলাকা। সেখানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার বারাসত জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দত্তপুকুরে একটি অবৈধ আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে মোট ৭ জনের মৃত্যু হয়েছে।  হাসপাতালের তত্ত্বাবধায়ক সুব্রত মন্ডল জানান, বর্তমানে মোট আটজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। 

বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, "বর্তমানে হাসপাতালে আটজন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন একজন মারা যান এবং ছয়জনকে পুলিশ মৃত অবস্থায় নিয়ে আসে। এই ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়েছে।"

এদিকে অবৈধ আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, 'এই ঘটনা রাজ্য প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন।'