নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড তৃণমূলের সভাপতি আব্দুল লতিবের মৃত্যু হল বুধবার রাতে গড়বেতা থানার বনকাটি এলাকায়।
/anm-bengali/media/media_files/2025/03/06/sZ5Nl7lMqyhHbfV67waW.jpeg)
জানা যায়, গড়বেতা থেকে মোটরবাইকে চন্দ্রকোনার রামজীবনপুরে বাড়ি ফেরার সময়ে চন্দ্রকোনা-গড়বেতা রাজ্য সড়কের বনকাটি এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মৃত্যু হয় নেতার। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যান তেওয়ারিসহ তৃণমূলের নেতা-কর্মীরা। এই তৃণমূল নেতার মৃত্যুতে শোকাহত রামজীবনপুর পৌর এলাকার বাসিন্দা থেকে শুরু করে দলীয় নেতা-কর্মীরা।