তাড়া খেয়ে ছিঁটকে মৃত্যু চোরের! জখম ১

চুরি করা মহাপাপ। চুরি করে পালাতে গিয়ে এবার মৃত্যু হল চোরের। পিংলায় চোরেদের উপদ্রব। রাতের অন্ধকারে পাহাড়ায় থাকে এলাকাবাসীরা। চোর ধরতে গিয়ে ঘটে দুর্ঘটনাটি।

author-image
Pallabi Sanyal
New Update
sdff


নিজস্ব প্রতিনিধি, পিংলা :  চুরি করে পালাতে গিয়ে স্থানীয়দের তাড়া খেয়ে বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু চোরের,আহত ১। মৃতের নাম শেখ জাকির। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার চকবসান এলাকায়।ঘটনায় আহত হয়েছে শেখ আবু হুরাই নামে এক যুবক। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ৮ নম্বর পিন্ডরুই অঞ্চলের উপলদা এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত বেশ কয়েক মাস ধরে পিংলা থানার উপলদা এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছিল। সেই অনুযায়ী গ্রামবাসীরা রাতে পাহারা দিচ্ছিলেন। সেই সময় পাঁশকুড়া থানার পুলসিটা গ্রাম থেকে দুই যুবক বাইকে করে একটি ইলেকট্রিক মোটর চুরি করে পিংলা থানার উপলদা গ্রামের দিকে আসছিল। তখনই উপলদা গ্রামের রাতে পাহারাদাদের চোখে পড়ে। সন্দেহ হওয়ায় তারা ওই দুই চোরের পিছনে তাড়া করতে শুরু করে। তাড়া খেয়ে দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে দুই যুবক। সেই সময় রাতের অন্ধকারে রাস্তার বাম্পারে ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনায় আহত হয় বাইকে থাকা অন্য যুবক। তাদেরকে রক্তাক্ত অবস্থায় ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে। আহত এক যুবক ইতিমধ্যে হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ইতিমধ্যেই মোটরটিকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে পিংলা থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ডেবরা এসডিপিও গোবিন্দ শিকদার।যদিও এ বিষয়ে আহতদের পরিবার অন্য অভিযোগ তুলছে।পুরো বিষয়টি খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।