ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

কি করে ঘটল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-12-11 at 6.48.25 PM

হরি ঘোষ, অন্ডাল: বুধবার সাত সকালে অন্ডালের বনবহাল ফাঁড়ির অন্তর্গত পিওর জামবাদ ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা মেঘনাদ হরিজন নামে বছর ৫৮-র এক ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি  স্থানীয় বাসিন্দাদের নজরে এসেছে বুধবার ভোর পাঁচটা নাগাদ। খবর দেওয়া হয় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

মৃত ইসিএল কর্মীর ছেলে ভীমসেন হরিজন জানান আজ ভোরবেলা, তার মা তাকে ফোনে জানান যে তার বাবা মেঘনাথ গতকাল থেকে কাজে যাওয়ার পর সকাল পর্যন্ত বাড়ি ফেরেননি। ভীমসেন বাবু খোঁজখবর নিয়ে জানতে পারেন তার বাবার মৃতদেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান। তবে এই মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা তদন্ত সাপেক্ষ বলেই মনে করেন তিনি। স্থানীয় বাসিন্দা রবীন্দ্র কুমার যাদব জানান, বুধবার ভোর পাঁচটা নাগাদ এ ঘটনা সামনে আসে। মৃত পিসিএল কর্মী মেঘনাদ হরিজন পিওর জামবাদ কোলিয়ারির ৬ নম্বর পিট এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ইসিএলে কর্মরত ছিলেন।  এটা নিছকই আত্মহত্যা না অন্য কোন রহস্য রয়েছে এর পিছনে? পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করছে।