নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে ফসলের যেমন ক্ষতি করছে, তেমনি প্রাণহানির ঘটনা ঘটছে। বুধবার রাত্রি প্রায় দুটো নাগাদ একদল হাতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। ওই গ্রামে ঢুকে হাতির দলটি তাণ্ডব শুরু করে। কয়েকটি বাড়ি ভেঙে দেয়। একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় ৭০ বছর বয়সী 'ভেদি মাহাত' নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধার মৃত্যু হলেও হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যায় তার পরিবারের অন্যান্য সদস্যরা। দেওয়াল চাপা পড়ে ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এছাড়াও ওই এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয় একটি গরুর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ টি হাতি এখনো দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে এলাকাজুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। স্থানীয়রা জানাচ্ছেন, ব্যাপক ফসলের ক্ষতি করছে এই হাতির দলগুলি, তবে বনদপ্তরের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ। তারা জানাচ্ছেন বনদপ্তর তাদের কোনও রকম সহযোগিতা করছে না।