ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে পড়ে মৃত্যু, উদ্ধার মৃতদেহ, এলাকায় উত্তেজনা

এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

author-image
Adrita
New Update

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ঘাটাল ব্লকের দেওয়ানচক -১ গ্রাম পঞ্চায়েতের কনক পুরে ভগ্নপ্রায় কাঠের সেতু থেকে নিচে জলে পড়ে গিয়ে ওই গ্রামের নিশিথ চক্রবর্তী,বয়স ৪১ বছর গতকাল রাত্রিতে মৃত্যু হয়। গতকাল রাত্রিতে গুডলিগ্রামে পুজো সেরে বাড়ি ফেরার কথা থাকলেও, বাড়ি না ফেরায় সকাল থেকে খোঁজাখুঁজি শুরু হয়। 

সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ দুপুর একটার সময় সেতুর নিচে জল থেকে তার মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় এলাকার স্থানীয় মানুষজন শোকে স্তব্ধ এবং ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন। জানা গিয়েছে, কাঠের ওই গুরুত্বপূর্ণ সেতুটি দিয়ে বহু মানুষজন চলাচল করে। কাঠের সেতুটি অনেকদিন ধরেই  চলাচলের অনুপযুক্ত ছিল।

এ ক্ষেত্রে উল্লেখ্য যে, গত বন্যায় সেতুটি ভেঙে গিয়ে আরো খারাপ অবস্থা হয়ে যায়। স্থানীয় জনগণ পঞ্চায়েতের কাছে বারবার দাবি জানালেও সেতুটি সংস্কার করা হয়নি। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্তর ওই গ্রামেই বাড়ি বলে জানা গিয়েছে। ওই কাঠের সেতুর একদিকে পিচ রাস্তা অন্যদিকে ঢালাই রাস্তা। ওই স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবি রয়েছে দীর্ঘদিনের। 

২০২০ সালের ২৮ শে ফেব্রুয়ারি সাংসদ দেব পাকা ব্রিজ নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত পাকা ব্রিজ নির্মাণের জন্য প্রশাসন কোন উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। কয়েকশো গ্রামবাসী  মৃত ব্যক্তির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এবং অনতিবিলম্বে ভাঙা কাঠের সেতুর স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভও দেখায় আজ।