আধার লিঙ্কের নামে টাকা নেওয়ার অভিযোগ, আটক ডিলার ও তাঁর কর্মী

অন্ডালে টাকার বিনিময়ে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের জন্য টাকা নেওয়ার অভিযোগ ওঠে উখরা গ্রামের নতুন হাটতলা এলাকায়। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ডিলার ও তাঁর কর্মীকে আটক করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
১১১cover.jpg


নিজস্ব সংবাদদাতা:  নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে আধার যোগ বাধ্যতা মূলক। তাই বিভিন্ন জায়গাতে সম্প্রতি শুরু হয়েছে আধার যোগের কাজ। কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে উঠছে অভিযোগ। বৃহস্পতিবার উখরা গ্রামের নতুন হাটতলা এলাকায় দেখা গেল এরকমই ছবি । চার পাঁচ দিন ধরে নতুন হাটতলায় একটি দোকানের বাইরে উজ্জ্বলা গ্যাসের ভর্তুকির জন্য আধার যোগের কাজ চলছিল অস্থায়ী ক্যাম্পে। ওই ক্যাম্পে প্রতি গ্রাহকের কাছ থেকে আধার যোগের নামে ৪০ টাকা করে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। টাকা নিলেও কোন রসিদ না দেওয়ায় সন্দেহ হয় গ্রাহকদের । খোঁজ নিয়ে গ্রাহকরা জানতে পারেন, আধার লিঙ্ক এর জন্য কোনও টাকা লাগে না । এরপরই টাকা ফেরতের  দাবিতে সরব হন গ্রাহকদের একাংশ। ক্যাম্পে ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা ফাঁড়ির পুলিশ। উজ্জ্বলা গ্যাসের ডিলার বিশ্বজিৎ মাঝি ও ডিলারের কর্মী নির্মল কুমার ঠাকুরকে আটক করে  পুলিশ। তাঁদের উখড়া ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ । স্থানীয় গ্রাহক সীমা রুইদাস, নাসরিন খাতুনরা জানান আধার যোগের জন্য ৪০ টাকা করে আমাদের কাছে নেওয়া হয়েছে বিনিময়ে কোন রশিদ দেয়নি ওই ডিলার । 

অভিযুক্ত আটক ডিলার বিশ্বজিৎ মাজি বলেন, ক্যাম্পটি আয়োজন করেছে একটি স্বনির্ভর গোষ্ঠী । কেন টাকা নেওয়া হয়েছে সেটা তারাই বলতে পারবে। উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোল বলেন, ক্যাম্প করার কথা পঞ্চায়েতকে জানানো হয়নি । আধার যোগের নামে টাকা নেওয়াটা বেআইনি, বিষয়টি ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মিনা দেবী ।