হরি ঘোষ, দুর্গাপুর: দামোদরের জলে ভাসছে কিছু একটা। দূর থেকে স্থানীয়রা প্রত্যক্ষ করতেই এগিয়ে গেলেন। সামনে যেতেই চমকে উঠলেন তারা। দেখলেন ভাসছে এক ব্যক্তির দেহ। নিমেষের মধ্যে ছড়িয়ে গেল বড়জোড়া থানার দুর্গাপুরের দামোদরের বিসর্জন ঘাটে চাঞ্চল্য। ভিড় জমালেন স্থানীয়রা। খবর পেয়ে পৌঁছলো পুলিশও। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার সকালে দামোদর নদের বিসর্জন ঘাটের জল থেকে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এরপরেই বড়জোড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে। নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আত্মহত্যা, খুন, নাকি দুর্ঘটনা? এর পিছনে কি কারণ রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অনিমেষ ঠাকুর নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা ওই দেহ ভাসছে প্রত্যক্ষ করেছিলাম। তারপরেই পুলিশকে খবর দিলাম। জামাপ্যান্ট সবই পড়ে আছেন। স্থানীয়রাও সকলেই দেখলেন কিন্তু কেউই চিনতে পারলেন না। এই দেহ কোথা থেকে এলো তাও আমরা বুঝতে পারছি না।"