যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে বঙ্গ তনয়া, উদ্বেগে পরিবার

ইসরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ ক্রমে উদ্বেগ বাড়াচ্ছে। ঘুম উড়েছে বাংলার মানুষেরও। যুদ্ধ যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে মেয়ে। চিন্তায় পরিবার।

author-image
Pallabi Sanyal
New Update
ssssssss


হরি ঘোষ, দুর্গাপুর : যুদ্ধবিধ্বস্ত ইসরায়েলে আটকে দুর্গাপুরের মেয়ে। চিন্তায় ঘুম উড়েছে বাবা, মায়ের। বোমা, গুলি, আর রকেট হামলায় প্রাণ গিয়েছে বহু মানুষের। আটকে রয়েছে এখনো বহু মানুষ। যুদ্ধের কবলে পড়ে দুর্গাপুরের মনশ্রী সহ বাঙালি একাধিক পড়ুয়াও এখন উদ্বেগের মধ্যেই। কখনো বাঙ্কারে, কখনো হোস্টেলে দিন কাটাচ্ছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পুনরাবৃত্তি ঘটল ইসরায়েল ও হামাস যুদ্ধে। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল আম্বুজ্জার মনশ্রী পোস্ট ডক্টরেট নিয়ে ইসরায়েলের তেলাআভি শহরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। কয়েকদিন আগে আচমকা ইসরায়েলের ওপর রকেট হামলা চালায় হামাস। মৃত্যু হয় হাজার হাজার মানুষের। পাল্টা হামাসের উপর হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। দুই দেশের মধ্যে ভয়ানক যুদ্ধে উদ্বেগ বাড়ছে দুই দেশে বসবাসকারী নাগরিকদের মধ্যে। ভারতীয় বহু নাগরিক কর্মসূত্রে ও পড়াশোনার তাগিদে ইসরায়েলে গিয়েছিল। তারাও যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েলে আটকে রয়েছে। ভারতীয় নাগরিকদের সুরক্ষায় ভারতের বিদেশ মন্ত্রক ঘনঘন যোগাযোগ রাখছে ইসরায়েলের বিদেশ মন্ত্রকের সাথে। ভারতীয় পড়ুয়াদের এবং নাগরিকদের নিরাপদে এদেশে ফিরিয়ে আনতে ভারত সরকার শুরু করল "অপারেশন অজয়" চার্টার্ড উড়ান। ভারতীয় নাগরিকদের এবং পড়ুয়াদের নিরাপদেই এদেশে ফিরিয়ে আনবে অপারেশন "অপারেশন অজয়" চার্টার্ড বিমান বলেও আশাবাদী ভারতীয় বিদেশ মন্ত্রক। দুর্গাপুরের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজার সুশান্ত কুমার চ্যাটার্জি ও বাসন্তী চ্যাটার্জিও চাইছেন তাদের মেয়ে মনশ্রী চ্যাটার্জিকে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হোক এই দেশে।

hire