চলন্ত ট্রেন, চেন টেনে উধাও যাত্রী! আতঙ্ক

বিকট আওয়াজ করে হঠাৎ দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ে দার্জিলিং মেল ছাড়ার পর কিছু দূর যেতে না যেতেই ৩ নম্বর ঘুমটির কাছে গিয়ে বিকট আওয়াজ করে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়ায় যাত্রীদের মধ্যে। আতঙ্কের আবহ দেখা যায়। ট্রেন দাঁড়িয়ে যেতেই টর্চ হাতে ছুটে আসেন গার্ড। খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং রেল কর্মীরা। তখনই দেখা যায় ট্রেনের চেন টানা রয়েছে। কিন্তু, কে চেন টেনেছেন তা আর জানা যায়নি। কেনই বা টেনেছেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কিছু সময় অপেক্ষা করার পর ফের যাত্রা শুরু করে ট্রেনটি।ঘটনায় উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদস্য পার্থ রায় বলেন, "জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর S-6 কামরায় থাকা কেউ একজন চলন্ত দার্জিলিং মেল ট্রেনের চেন টেনে দেয়। চেন টানার ফলে ট্রেন দাঁড়িয়ে যায়। এরপর আধিকারিকেরা গিয়ে বিষয়টি খতিয়ে দেখার পর ফের ট্রেন NJP চলে যায়। ঘটনায় প্রায় ২০ মিনিট ট্রেন দাঁড়িয়ে থাকে। অভিযুক্তকে এখনও চিহ্নিত করা যায়নি। তাঁর খোঁজ চালাচ্ছে রেল পুলিশ।"  

hire