নিজস্ব সংবাদদাতা: ফের জঙ্গলে ভয়াবহ আগুন ৷ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পাহাড়ে । সোমবার সকালে শিলিগুড়ি থেকে পাহাড়গামী রাজ্য সড়কের গাড়িধুরা এলাকায় রাস্তার দু'পাশে থাকা বামনপোখরির জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে । এদিন আচমকাই এই জঙ্গলে আগুন দেখতে পান স্থানীয়রা । জানা যায়, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ওই জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের প্রায় ১৫ জন কর্মী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছেন ।
/anm-bengali/media/media_files/ztym9F1xdQAbeUjMdkiO.jpg)
কার্শিয়াং বন বিভাগের অন্তর্গত বামনপোখড়ি জঙ্গলে রয়েছে হাতি, বাইসন, হরিণ, চিতাবাঘ-সহ অন্যান্য বন্য জীবজন্তু । আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তাদের প্রাণহানি হতে পারে । তাই যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন বন দফতরের কর্মীরা । এদিকে পাহাড়ের বিভিন্ন জঙ্গলেও দাউদাউ করে জ্বলছে আগুন । ঘটনায় ব্যাপক উদ্বিগ্ন বন দফতর । রবিবার রাত থেকে দার্জিলিং জেলার একাধিক জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । ধোঁয়ায় ঢেকে যায় গোটা পাহাড় । এতে একদিকে যেমন ব্যাপক চিন্তিত পাহাড়বাসী, অন্যদিকে, বন্যপ্রাণী নিয়ে ব্যাপক চিন্তায় বন দফতরের আধিকারিকরা ।