নিজস্ব সংবাদদাতা: চাপা উত্তেজনার মাঝে ফের একবার রাজু বিস্তার ওপরই ভরসা রেখেছে কেন্দ্র। তাই তো দার্জিলিং-এর প্রার্থী হয়েছেন রাজু বিস্তা। শ্রীংলার হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে ফের রাজু বিস্তায় হন প্রার্থী। তবে তাতে কিন্তু খুশি নয় বিজেপির একাংশ।
রাজু বিস্তাকে ফের প্রার্থী করায় পাহাড়ে বিজেপিতে বিদ্রোহ দেখা গিয়েছে। নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের হুঙ্কার দিয়েছেন কার্শিয়ঙের বিজেপি বিধায়ক। তাঁর কথায়, “পৃথক রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, পরপর ৩ বার বিজেপির সাংসদ দিয়েছে দার্জিলিং, কিন্তু বহিরাগতদের প্রার্থী করে আমাদের দাবি আড়াল করেছে বিজেপি। পাহাড়ের ১৭ লক্ষ মানুষের মধ্যে ১ জনও যোগ্য প্রার্থী নেই?” এমনই প্রশ্ন তুলে দিয়েছেন বিষ্ণুপ্রসাদ। একই সাথে নির্দল হিসেবে দাঁড়ানোর কথাও ঘোষণা করেছেন তিনি।