নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ রেলগেট পেরানোর সময় রেল লাইনের ওপর ডাম্বারের যান্ত্রিক গোলযোগ। যার ফলে ১৫ মিনিটের বেশী সময় ধরে আটকে রইলো মালগাড়ি এবং এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে জেসিবি দিয়ে সরানো হলো ডাম্বার, এরপরেই স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
/anm-bengali/media/post_attachments/0438e7a2-f77.png)
আজ দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর রেলগেটে। জানা গিয়েছে, রেল লাইন পারাপারের সময় একটি ডাম্বার খারাপ হয়ে যায়। যার ফলেই ঘটে বিপত্তি। তবে রেল পুলিশের ততপরতায় সরানো হয় ডাম্বারটিকে।
/anm-bengali/media/post_attachments/b564552e-4f1.png)