নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গে ঘনিয়ে আসছে বিপদ ! পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দফতর। সূত্র মারফত জানা গিয়েছে যে, আর মাত্র দিন দুই পর থেকেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে বৃষ্টির পরিমাণ। আরও জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় ঘনীভূত হয়ে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের অভিমুখ ওড়িশার দিকে। এরপর তা ক্রমশ অগ্রসর হবে পশ্চিমবঙ্গের দিকে। যার ফলে দক্ষিণবঙ্গে আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর বাড়বে বৃষ্টির পরিমাণ।
/anm-bengali/media/post_attachments/43a1640d-cc5.png)
নিম্নচাপের জেরে সমুদ্রে ঢেউয়ের পরিমাণও বাড়বে। তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে যারা এর আগেই চলে গিয়েছেন সমুদ্রে। তাদের কাল ৮ সেপ্টেম্বরের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/ed4c49c5c80933d279a48279ffdba4ff53acda08b901e4b37dd0db6747764e39.jpg)
ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াসহ ৫ টি জেলায় বেশি বৃষ্টি হবে বলেও জানা গিয়েছে। তবে শুধু দক্ষিণবঙ্গেই নয়, আজকে সারাদিন উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। তবে সোমবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/post_attachments/2bdeb94deb3d1c50add68f252ef4352993df7a5f146bee7c4ca57322f687afe6.jpg?im=FitAndFill=(540,360))
আরও জানা গিয়েছে যে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে। ভারী বৃষ্টি হবে উত্তরাখন্ড উত্তর প্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুনাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কঙ্কন ও গোয়া গুজরাট এবং কর্ণাটক রাজ্যে। এছাড়াও উত্তরের রাজ্য গুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
/anm-bengali/media/post_attachments/bdd4d874a2899f237872b9e17f6e28758b23ff1a99eff073f109e9a9b643909d.jpg)