দানা’র তাণ্ডব ! ক্ষতির সম্মুখীন কৃষকরা

তছনছ হয়ে গেছে চাষের জমি।

author-image
Adrita
New Update
ত

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঘূর্ণিঝড় দানা’র তাণ্ডব ! জলে ডুবে চাষজমি, বিপুল ক্ষতির মুখে কৃষকরা। ঘূর্ণিঝড় দানা’র তাণ্ডবে বিপর্যয়ের মুখে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার চাষিরা। ঘূর্ণিঝড় "দানার" প্রভাবে ঝড় বৃষ্টির ফলে ধান, সবজি চাষীদের মাথায় হাত। চাষের জমিতে জল ঢুকতে শুরু করেছে, ব্যাপক পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। ধানের জমিতে জল জমায়েত হয়েছে তাতে ধান গাছের গোড়ায় পচন ধরার সম্ভাবনা বেশি রয়েছে।

চাষিরা জানিয়েছেন এ বছরে যে পরিমাণ ধান চাষ ঝাড়গ্রাম জেলাতে হয়েছিল সেই চাষের ৭০% শতাংশ ক্ষতির সম্ভাবনা দেখছেন চাষিরা। প্রতিবছর এই বিপর্যয় দুর্যোগের ফলে চাষীদের ক্ষতির মুখোমুখি হতে হয়। চাষের জন্য যে ঋণ নিয়েছিলেন, তা শোধ করা নিয়েই এখন দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। কিন্তু কোন রকম ভাবে সরকারি ক্ষতিপূরণ তাদের কাছে গিয়ে পৌঁছই না। অথচ রাজ্য সরকার শস্য বীমা মাধ্যমে চাষীদের সাহায্যর হাত বাড়িয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ঝাড়গ্রাম জেলার চাষীরা শস্য বীমা থেকে বঞ্চিত রয়েছে।

অধিকাংশ চাষির বক্তব্য, তারা জানেন না কিভাবে এই শস্য বীমার আবেদন করতে হয়! তারা আজ অসহায়, সারা বছরের সোনার ফসল মাঠেই নষ্ট হবে বলে আশঙ্কা তাদের।

job digbijoy da